ফুলপুর (ময়মসিংহ) প্রতিনিধি :
ফুলপুর উপজেলার পশ্চিমবাখাই গ্রামে বুধবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার কুঠুরাকান্দা গ্রামের ইদ্রিস আলী (৬০) ও পুত্র আব্দুল মালেক (৩৫) পশ্চিম বাখাই গ্রামের সুজনের কাছ থেকে গরু কিনে ট্রলিতে উঠাচ্ছিলেন।
এ সময় গরু ছুটে গিয়ে পাশের ধান ক্ষেতে পড়ে থাকা সাদেক ডাক্তারের বিদ্যুতের ছিড়া তারে জড়িয়ে গরুসহ পুত্র আব্দুল মালেকসহ মৃত্যু হয়। পরে পুত্রকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পিতা ইদ্রিস আলীর মৃত্যু ঘটে। এছাড়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরু বিক্রেতা সুজন মিয়া আহত হন।
এলাকাবাসির অভিযোগ, ৪ দিন ধরে বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকলেও না সরানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। এর আগে পানির অসংখ্য মাছ ও সাপও মরে ভেসে উঠছিল। বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন জানান, সার্ভিস লাইনটি ছিড়ে পড়ে থাকলেও কেউ অফিসকে অবহিত করেন নি।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।