গফরগাঁওয়ে করোনার টিকা দেওযা শুরু

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : সারা দেশের ন্যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে রবিবার সকাল থেকে করোনা ভাইরাসের টিকা ব্যবহার শুরু হয়েছে। প্রথম দিনে টিকা নেওয়ার জন্য নিবন্দ্বনকৃত ২৮২ জনের মধ্যে মাত্র ৪৮ জন টিকা নিয়েছেন।

রবিবার সকাল এগারটার দিকে উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুর ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক প্রথম টিকা নেওয়ার মাধ্যমে উপজেলায় করোনা ভাইরাস টিকা ব্যবহারের শুভ সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, মেডিকেল অফিসার ডাঃ সুলতান আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবা আজিজ প্রমুখ।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গফরগাঁও উপজেলার জন্য প্রথম পর্যায়ে ২৪ হাজার ১’শ ৫ ডোজ টিকা বরাদ্ধ দেওয়া হয়েছে । প্রথম ধাপে আগামী ১৫ দিনে ১২ হাজার মানুষকে এই টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। একমাস পর প্রথম ধাপে টিকা ব্যবহারকারীদের দ্বিতীয় ধাপে আবার টিকা দেওয়া হবে। ১৫ দিনে ১২ হাজার মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা থাকলেও টিকা ব্যবহারের ক্ষেত্রে উপজেলার মানুষদের অনীহা লক্ষ্য করা গেছে। প্রথম দিনে টিকা দেওয়ার জন্য নিবন্দ্বিত হয় মাত্র ২৮৮ জন আর টিকা ব্যবহার করে মাত্র ৪৮ জন। এর মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৩ জন নারী।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক জানান, করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপাতত তিনটি বুথ স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, চলমান করোনা মহামারী রোধে টিকা নেওয়ার কোন বিকল্প নেই । তিনি সবাইকে টিকা নেওয়ার আহবান জানান।