শিক্ষারর গুণগত মান উন্নয়নে সর্বাত্বক সহযোগিতা প্রদান করা হবে –মেয়র আব্দুস সাত্তার

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা :
ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রতিষ্ঠানে বিরাজমান সমস্যাবলীর সমাধান ও আইসিটি ভবন সহ ভৌত অবকাঠামোর উন্নয়নে সর্বাত্বক সহযোগিতা প্রদান করা হবে।

মঙ্গলবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক মিলনায়তনে এডহক কমিটির সভাপতি ও ঈশ্বরগঞ্জ পৌরসভার দ্বিতীয়বার নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন এ শিক্ষা প্রতিষ্ঠানের সন্তোষজনক ফলাফলের জন্য সকল শিকক্ষকে আন্তরিকতার সাথে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। শিক্ষারমান বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের যেমন সুনাম বৃদ্ধি পায় তেমনি প্রাতিষ্ঠানিক ভৌত অবকাঠামো উন্নয়নের পথও সুগম হয়।
ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, আব্দুল হাই, সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিম, সাবেক বিদ্যুৎসাহী সদস্য মঞ্জুরুল আমীন প্রমুখ।