হালুয়াঘাটের ইউএনওসহ ৩ জন প্রতিনিধি পেলেন শ্রেষ্ঠত্বের পুরুস্কার

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১

এম.এ খালেক,হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি :
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ইউএনওসহ ৩ জনপ্রতিনিধিকে সার্বিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সফলভাবে বাস্তবায়নের কারণে কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ৪ জনকে স্থানীয় সরকার পুরুস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন ময়মনসিংহ জেলা প্রশাসন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি।

বিশেষ অতিথি ছিলেন,স্থানীয় সরকার ময়মনসিংহ জেলার পরিচালক আবদুল আলীম, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল। এ সময় বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রাপ্তরা হলেন, হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পর্যটন বিকাশে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, পর্যটন বিকাশে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ পৌরসভা মেয়র মোঃ খায়রুল আলম ভূঞা ও পর্যটন বিকাশে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গাজিরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন।

শ্রেষ্ঠত্বদের হাতে স্থানীয় সরকার পুরস্কার ক্রেস্ট ও সম্মাননা স্বারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সফলভাবে বাস্তবায়নের জন্য কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে হালুয়াঘাট উপজেলার ইউএনওসহ ৪ জন জনপ্রতিনিধি স্থানীয় সরকার পুরস্কার ২০২০ গ্রহন করায় শ্রেষ্ঠত্বদের হালুয়াঘাট প্রেসকাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।