গৌরীপুরে কৃষি ব্যাংকের ভুঁয়া কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে কৃষি ব্যাংকের ভুঁয়া কর্মকর্তা মো. সুজন মিয়া (৩৬) কে গ্রেফতার করে মঙ্গলবার (৯ মার্চ/২০২১) বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। সে উপজেলার বোকাইনগর ইউনিয়নের কিসমত বড়ভাগ গ্রামের মতিউর রহমানের পুত্র। বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মনিরুজ্জামান মজুমদার।

জানা যায়, মো. সুজন মিয়া শুধু ব্যাংক কর্মকর্তা নন, তিনি নিজেকে সহকারী কমিশনার (ভূমি), আইনজীবীসহ নানা পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সোমবার (৮মার্চ/২০২১) ব্যাংক কর্মকর্তা হিসাবে অচিন্তপুর ইউনিয়নের মহিশ্বরন গ্রামে ইন্দ্রজিত সরকারের বাড়িতে যান। সেখানে গিয়ে ব্যাংক ঋণ আদায়ের জন্য ব্যাংকের নোটিশসহ বিভিন্ন কাগজপত্র নিয়ে এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন করলে তাদের সন্দেহ সৃষ্টি হয়। সত্যতা নিশ্চিত করার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক গৌরীপুর শাখায় খবর দেন। ঘটনাস্থলে ছুটে যান ব্যাংকের শাখা ব্যবস্থাপক সৌরভ ঘটক ও ব্যাংক কর্মকর্তাগণ।

এলাকাবাসীর আটককৃত সুজনের নিকট থেকে নিজ নামে বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ শাখা বার্তা বিভাগের সদস্য হিসেবে ব্যাংক কর্মকর্তার আইডি কার্ড, ঋণ আদায় রশিদ, ডিপোজিট একাউন্টের টাকা উত্তোলনের ফরম, জন্ম নিবন্ধন, ঋণ আদায়ের উকিল নোটিশ, জমির খারিজ, দাখিলা, মাঠ পর্চা, শাহগঞ্জ শাখার ব্র্যাকের পাশ বই, ঈশ্বরগঞ্জ কৃষি ব্যাংক শাখার অনেক লোকজনের হিসাব নম্বর, বিভিন্ন জনের কাছ থেকে চাকুরির আবেদনসহ বিভিন্ন কাগজপত্রাদি উদ্ধার করে।

এসব কাগজ জাল ও নকল সীল মোহরযুক্ত। মহিশ্বরণ গ্রামের ইন্দ্রজিত সরকার ও সুমন সরকার জানান, জাল রশিদ দিয়ে তাদের নিকট থেকে গত ১৫ ফেব্রুয়ারি ৬হাজার টাকাও নিয়ে গেছে। এলাকাবাসী আরো জানায়, করোনাকালীন দুর্যোগে এসব ভুয়া কাগজপত্র দিয়ে কিস্তির টাকা ও চাকুরি দেয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, ব্যাংক ব্যবস্থাপক বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন।