নান্দাইলে মাদকের আগুনে পুড়ে গেল স্কুল

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১

শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল আঞ্চলিক অফিস :

ময়মনসিংহের নান্দাইলে মাদকের আগুনে বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির দুইটি ভবন পুড়ে গেছে। এতে প্রায় ১৭লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হ্ছে। গত মঙ্গলবার বিকালে ওই ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিয়ন প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ সুলতান আহম্মদ জানান, যে ভবনে আগুল লেগেছে সে ভবনের সাথে বিদ্যুতের কোন সংযোগ নেই। আগুন লাগার কারণ রহস্যজনক। আগুনে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হ্ছে।

অন্য একটি সূত্র জানায়, স্কুলের পরিত্যক্ত একটি ভবনে স্থানীয় কিছু মাদকাসক্ত ছেলে ওই ভবনে গিয়ে নেশা করতো। তাদের ফেলে যাওয়া মাদকের আগুনে এ ঘটনাটি ঘটতে পারে।

নান্দাইল ফায়ার সার্ভিস ইনচার্জ আঃ মালেক জানান, আগুনের সূত্রপাত সুস্পষ্ট নয়। তবে আগুনে দুইটি ভবনে থাকা স্কুলের সকল প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র পুড়ে গেছে।