গফরগাঁওয়ে কৃষকের ধান কেটে দিলো কৃষকলীগ

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, মে ৬, ২০২১

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা :

ধান কাটা শ্রমিকের অভাবে বিপাকে পড়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রান্তিক কৃষকদের ধানকেটে ঘরে তুলে দিচ্ছে উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা। সরকার দলীয় স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের আহবানে উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন।

বৃহস্পতিবার (৬মে) সকালে গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামের প্রান্তিক কৃষক ময়েজ উদ্দিনের ১০৪ শতক জমির ধান কেটে দিয়েছেন কৃষকলীগের নেতা-কর্মীরা। কৃষক ময়েজ উদ্দিন জানান, করোনার প্রভাব ও লকডাউনে শ্রমিকের অভাব। তাই ধানকাটা নিয়ে বিপাকে পড়েছেন।

এঅবস্থায় কৃষকলীগের নেতাকর্মীরা এসে আমার জমির পাকা ধান কেটে দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃষকলীগের ধান কাটা কর্মসূচিতে অংশ নেন উপজেলা কৃষকলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান, যুগ্নআহবায়ক সারোয়ার আঞ্জাম, ডা. শফিক আহমেদ, মোঃ করম উল্লাহ মাসুম, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারন সম্পাদক ফকির এ মতিন, সকল ইউনিয়নের আহবায়ক ও যুগ্মআহবায়ক সহ উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা ।

উপজেলা কৃষকলীগের আহবায়ক অধ্যাপক মজিবুর রহমান বলেন, শ্রমিক সংকটের পাশাপাশি কালবৈশাখি ঝড়ের শঙ্কায় ফসল তোলা নিয়ে দিশেহারা কৃষকদের পাশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের আহবানে দাঁড়িয়েছে উপজেলা কৃষকলীগ।