ত্রিশালে বিদ্যুৎস্পর্শে অটো চালকের মৃত্যু

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১

 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
নিজ ঘরের আর্থিংয়ের তার ছিঁড়ে পড়ে মাটিতে। নিজেই বিদ্যুতের খুঁটিতে উঠে, ছিঁড়ে যাওয়া তারের সংযোগ দিতে গিয়ে ওই তারের সঙ্গে জড়িয়ে আবদুর রহিম (৪৫) নামে এক অটোরিকসা চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের এলংজানি গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, কানিহারী ইউনিয়নের এলংজানি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে আবদুর রহিম পেশায় অটোরিকসা চালক। মঙ্গলবার সকালে রুজি-রোজগারের জন্য অটোরিকসা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন।
সবার ঘরে বিদ্যুৎ থাকলেও রহিমের ঘরে বিদ্যুৎ নেই, এমন খবরে বেলা বারোটার দিকে বাড়ি ফিরেন রহিম। সমস্যা খুঁজতে গিয়ে বাড়ির পাশের এলংজানি ঈদগাঁ জামে মসজিদ সংলগ্ন পিডিবির বিদ্যুতের খুঁটি থেকে রহিমের ঘরের আর্থিংয়ের তারটি ছিঁড়ে মাটিতে পড়ে আছে। ছিঁড়ে যাওয়া তারের সংযোগ দিতে নিজেই মই বেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠেন। অসাবধানতায় তারে জড়িয়ে পড়েন রহিম। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে, অনেক চেষ্টার পর মই দিয়ে আঘাত করে তাকে উদ্ধার করতে সক্ষম হন তারা। আহত অবস্থায় স্বজনরা রহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের চাচা বাছির উদ্দিন জানান, আর্থিংয়ের ছিঁড়ে যাওয়া তারের সংযোগ দিতে নিজেই মই বেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠেছিল রহিম। অসাবধানতায় তারের জড়িয়ে পড়ে সে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ওসি মাইন উদ্দিন জানান, কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের পরিবারকে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।