নালিতাবাড়ীতে মেয়রের উদ্যোগে তারাগঞ্জ মাঠের সংস্কার কার্যক্রম শুরু

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১

এম উজ্জ্বল, নালিতাবাড়ী, শেরপুর :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠ সংস্কারের কাজ শুরু হয়েছে। অযত্ন-অবহেলায় মাঠ টি দীর্ঘদিন খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছিল। ইতিমধ্যে পৌরসভার মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকের হস্তক্ষেপে এবং পৌরসভার অর্থায়নে খেলার মাঠটি সংস্কারের কাজ শুরু হয়েছে।

খেলার এই মাঠটি সংস্কার কাজ শুরু হওয়ায় মহল্লার শিশু-কিশোর ও যুবকদের মনে স্বস্তি ফিরেছে। এই মাঠ নালিতাবাড়ী পৌরসভার মধ্যে আয়তনে অন্যতম বড় বলে জানিয়েছেন অনেকেই। গত ২১ সেপ্টেম্বর নালিতাবাড়ী পৌর মেয়র মাঠ সংস্কার কার্যক্রম দেখতে আসেন। পর্যবেক্ষন শেষে জানতে চাইলে তিনি বলেন, যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।

মাঠ সংস্কারের কার্যক্রম শুরু হওয়ায় ইতিমধ্যে মেয়রকে প্রশংসায় ভাসালেন অনেকেই। তারা বলেন, অনেক দিন ধরে বেহাল দশায় পড়ে ছিল এই মাঠ। এতে তাঁরা নিয়মিত খেলাধুলা করতে পারতেন না। বৃষ্টি হলেই কাঁদাপানিতে সয়লাব হয়ে যেত এই মাঠ। এখন তা সংস্কার করায় এবং খেলার উপযোগী হিসেবে মাঠ পাওয়ায় যুব সমাজ-সহ খুশি ক্রিড়াপ্রেমী মানুষ।

মাঠ সংস্কারের কিছুদিনের মাঝে আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট ‘‘মেয়র কাপ’’ আয়োজনের কথা রয়েছে।