ময়মনসিংহে রামকৃষ্ণ মিশন ও আশ্রমের উদ্যোগে মানববন্ধন

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১
প্রদীপ বিশ্বাস :
সারাদেশের হিন্দুদের মন্দির-ঘরবাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নারীনির্যাতন সহ নিরীহ হিন্দুদের হত্যা বন্ধ ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রামকৃষ্ণ আশ্রম ও মিশন ময়মনসিংহের উদ্যোগে অয়োজিত মানব বন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে উপস্থিত ছিলেন   রামকৃষ্ণ আশ্রম ও মিশন এর অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দ ।
উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন  ময়মনসিংহ জেলা ও মহানগর পুজা উদযাপন পরিষদ, ময়মনসিংহ জেলা ও মহানগর হিন্দু,বৌদ্ধ, খ্রীস্টান ঐক্যপরিষদ, ইসকন ময়মনসিংহ, ধর্মসভা দুর্গাবাড়ি ময়মনসিংহ, প্রভু জগৎবন্ধু আশ্রম ময়মনসিংহ,কানাই বলাই বিগ্রহ মন্দির ময়মনসিংহ, বাংলাদেশ ব্রাহ্মন সংসদ ময়মনসিংহ, সনাতন সংঘ বাকৃবি, মহেশ্বর সংঘ, মাতৃছায়া কল্যান সংঘ, শারদাঞ্জলি ফোরাম বৈদিক শাখা, হরিজন যুব সংঘ,পালপাড়া যুবসংঘ, সহ সনাতন ধর্মীয় সকল সংগঠন সমূহের নেতৃবৃন্দ ও রামকৃষ্ণ আশ্রমের সকল ভক্তবৃন্দ।