জলবায়ু পরিবর্তন, বাস্তুচ্যুতি এবং অভিবাসন বিষয়ক বহু-অংশীজনের বিভাগীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

স্টাফ রিপোর্টার :  ময়মনসিংহে জলবায়ু পরিবর্তন, বাস্তুচ্যুতি এবং অভিবাসন বিষয়ক বহু-অংশীজনের বিভাগীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত।

২৮ অক্টোবর বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীর আসপাডা টেনিং একাডেমিতে পার্লামেন্টারিয়াস ককাস অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট এবং ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজনে এবং পরোকাস বিটিশ কাউন্সিল এন্ড সুইজারল্যান্ডের সহযোগিতায় বিভাগীয় পর্যায়ে সংলাপের সভাপতির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান এমপি।

 

এসময় আনোয়ারুল আবেদীন খান এমপি বলেন, অভিবাসন বাংলাদেশে সরকারের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম মাধ্যম। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার অভিবাসীদের জন্য দক্ষ শ্রমিক নির্মান করছে। বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে শ্রমিকদেরকে দক্ষ করে সরকারী খরচে বিদেশ পাঠাচ্ছে। অভিবাসীদের জন্য বিভিন্ন সুরক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং পার্লামেন্টারিয়াস ককাস অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্টের সম্পাদক সাইদ সাইফুল হকের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্লামেন্টারিয়াস ককাস অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্টের সদস্য সামছুন নাহার এমপি, পার্লামেন্টারিয়াস ককাস অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্টের সদস্য রোকসানা ইয়াছমিন ছুটি, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ অভিবাসন অধিকার ফোরামের চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ আজাহারুল ইসলাম।

 

অনুষ্ঠান শুরুতে জলবায়ু পরিবর্তন, বাস্তুচ্যুতি এবং অভিবাসন বিষয়ক বহু-অংশীজনের বিভাগীয় পর্যায়ে সংলাপ উপর মুল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জাছিয়া খাতুন।

 

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন, প্রবাসী কল্যাণ ব্যাংকের রিজনাল ম্যানেজার তানজিনা হক আইরিন, টিটিসির ইনস্টাক্টর নাজমুল নাহার মুন্নী, নাগরিক আন্দোলনের সাধারন সম্পাদক নরুল আমিন কালম, এডাবের সহ-সভাপতি আবুল কালাম রাসেল,এডাবের সভাপতি খন্দকার ফারুক আহমেদ, অভিবাসী রিপা আক্তার, জামালপুর এনজিও প্রতিনিধি এনামুল, জামালপুর সরিষাবাড়ীর নদীভাঙ্গা কৃষক মুঞ্জুরুল আলম, জামালপুর নুরুন্দীর কৃষক মোফাজ্জল হোসেন প্রমুখ।