গফরগাঁওয়ে কলেজছাত্রীর খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাতেমার (২৩) হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন হয়েছে।

আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার সকালে কলেজের সামনে কাচারি সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, কলেজের শিক্ষক অধ্যাপক মতিউর রহমান বাবুল, আরশাদ আহম্মেদ, আব্দুল আওয়াল শেখ, গোলাম মোঃ ফারুকী, নিহতের পিতা হাফিজ উদ্দিন, কলেজের শিক্ষাথী ফারজানা আক্তার লিজা, নুসরাত জাহান মনি, রেজাউল শাহরিয়ার সাকিব প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা এই নির্মম খুনের সব হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে ফাঁিসর দাবী জানান।

প্রসঙ্গত নিহতের ভাই মোঃ আব্দুল্লাহ কর্তৃক ময়মনসিংহের জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার খোদাক্সপুর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে মিরাজ উদ্দিন (২৮) প্রেমের সর্ম্পকের জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী, উপজেলার মাখল কালদাইর গ্রামের মোঃ হাফিজ উদ্দিনের মেয়ে ফাতেমাকে তাদের (মিরাজ উদ্দিনের) বাড়িতে ডেকে নেয়। পরে মিরাজ উদ্দিন ও তার পরিবারের লোকজন তাদের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে ফাতেমাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করে ফেলে রাখে।

টের পেয়ে এলাকাবাসী ফাতেমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নিহতের পিতা হাফিজ উদ্দিন থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা না নিয়ে নিহতের পিতার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করে। পরে গত ৭ অক্টোবর বৃহস্পতিবার নিহতের ভাই মোঃ আব্দুল্লাহ ময়মনসিংহের জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মিরাজসহ ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।