তারাকান্দায় বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণশুনানি

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২১

তারাকান্দা প্রতিনিধি :
বাল্য বিবাহ প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের তারাকান্দায়। গতকাল সোমবার সকালে উপজেলার কাকনী ইউনিয়নে মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে গণশুনানিতে বিভিন্ন এলাকার নারীরা অংশগ্রহণ করেন। গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন. উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন।

এছাড়াও বক্তব্য রাখেন.কাকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান রিপন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার, দৈনিক মানবজমিনের সিনিয়র সাংবাদিক রফিক বিশ্বাস, স্বাবলম্বী উন্নয়ণ সমিতির প্রকল্প কর্মকর্তা সেকান্দার আলী সুজনসহ অন্যরা। পরে সংগীত শিল্পী জয়নুল আবেদীন গানে গানে বাল্য বিয়ে ও নারী নির্যাতনের সুফল-কুফল তোলে ধরেন।