ময়মনসিংহে লার্চ বাংলাদেশ এতিম বুদ্ধি প্রতিবন্ধিদের মাঝে চিকিৎসকদের শীতবস্ত্র প্রদান

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের লার্চে এতিম বুদ্ধি প্রতিবন্ধিদেরকে শীতবস্ত্র প্রদান করলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ এম ২৮ ব্যাচের মানবহিতৈষী চিকিৎসকবৃন্দ।

১০ জানুয়ারি সোমবার দুপুরে প্রতিষ্ঠানটির ময়মনসিংহ নগরীর কাচিঝুলি কর্মশালায় এ শীতবস্ত্র ( ৬৫টি কম্বল) প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মানবহিতৈষী চিকিৎসকদের পক্ষে এম ২৮ ব্যাচের ডা: মো: শফিকুল বারী তুহিন. ডা: এ এস এম রুহুল কুদ্দুছ রূপম, লার্চ এর পক্ষে উপস্থিত ছিলেন ডা: কে.আর ইসলাম, এসকে এম জহিরুল হক, ভারপ্রাপ্ত কমিউনিটি নেতা রত্না মুর্মা, লার্চ ইন্টান্যাশনাল থেকে এলিজাবেথ। এর আগেও ময়মনসিংহ মেডিকেল কলেজ এম ২৮ ব্যাচের মানবহিতৈষী চিকিৎসকবৃন্দ শীতবস্ত্র বিতরন করেন।

এখানে উল্লেখ্য যে, লার্চ বাংলাদেশ প্রতিষ্ঠানটি ময়মনসিংহে- ২০০২ সাল থেকে এতিম বুদ্ধিপ্রতিবন্ধিদের “সহায়তার” জন্য কাজ করে যাচ্ছে।