মোহনগঞ্জ সমিতির নির্বাহী পরিষদের সভা মঙ্গলবার

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২

মো. আবুল কালাম আজাদ :
দ্বিতীয় মেয়াদে নবগঠিত মোহনগঞ্জ সমিতির নির্বাহী পরিষদের প্রথম সভা মঙ্গলবার মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সন্ধ্যা ৭ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে।

নবগঠিত নির্বাহী পরিষদের প্রথম সভায় সদস্যগণের ব্যক্তিগত ও দাপ্তরিক পরিচিতি পর্ব ছাড়াও, নবগঠিত পরিষদের অভিষেক অনুষ্ঠান, দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ, করোনা ক্রাইসিস স্বাভাবিক থাকলে বনভোজন আয়োজন সহ নানাবিধ সিদ্ধান্ত হতে পারে মর্মে জানিয়েছেন পরিষদের সভাপতি কাজী মুখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তাহের।

গত বছরের ১৮ ডিসেম্বর জেলা পরিষদ সম্মেলন কক্ষে ময়মনসিংহে বসবাসরত মোহনগঞ্জ উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় নবগঠিত নির্বাহী পরিষদের সভাপতি হিসেবে কাজী মুখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে আবু তাহেরকে মনোনীত করা হয়। পরবর্তীতে সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক, সাহিত্য সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক সহ ৩৯ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, হাওর পাড়ের জনমানুষের মানবিক অভিভাবক সাজ্জাদুল হাসান মোহনগঞ্জ সমিতি ময়মনসিংহর প্রতিষ্ঠাতা হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই সমিতিকে ইতিবাচক ও সৃজনশীল কাজের নির্দেশনা দিচ্ছেন।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন সভাপতি কাজী মুখলেছুর রহমান, সহসভাপতি আমিনুল ইসলাম মণ্টু, রুহুল গনি তালুকদার, আলী সিদ্দিক এমরান, ফারুক আহম্মদ, জহিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র দাস, আল হেলাল তালুকদার, আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন জোসেফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত দেবনাথ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক স্বপন সরকার, শিক্ষা সম্পাদক মিজানুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রওশন আরা খান, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমাস হোসাইন সাজা, প্রচার সম্পাদক মেহেদী ইকবাল দোলন, সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা মলি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল মুজাহিদ তালুকদার।

নির্বাহী সদস্যের মধ্যে রয়েছে হাফিজুর রহমান সবুজ, সুমন হাবীব, প্রফেসর ড. চয়ন গোস্বামী, পীযুষ কান্তি, জিল্লুর রহমান, আব্দুল মালেক, সৈয়দ তোফায়েল উদ্দিন তফন, ইশরাত জাহান খান, শফিউল আলম চৌধুরী জুয়েল, গোলাম মুজাহিদ, আল মামুন আজাদ, টিটু সরকার, আবুল কালাম, শায়লা ওসমান রূপা, জাকিরুল আলম রাজীব, আবুল হাসেম, এড. মাসুদ তানভীর তান্না।