তারাকান্দায় বৃক্ষ কর্তনের অভিযোগ

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের তারাকান্দায় শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে একটি বাগানের অর্ধশত গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত সোমবার দিবাগত রাতে উপজেলার রামপুর গ্রামের। ক্ষতিগ্রস্ত বাগানের মালিক মো. লাল মিয়া।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, রামপুর গ্রামের নিজের ২৪ শতাংশ জমির উপর দেড় বছর আগে ৩০ টি মেহগনি ও ২০ টি রেইনট্রি গাছের চারা রোপণ করেছিলেন। গত সোমবার রাতে গাছগুলো কেটে ফেলে যায় দুর্বৃত্তরা। এতে করে ২৫ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মো. লাল মিয়া জানান, গভীর রাতের আঁধারে দুর্বৃত্তরা ৫০টি গাছ কেটে ও ভেঙে ফেলেছে। পরিচর্যা করায় গাছগুলো বেড়ে উঠা শুরু করেছিল।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।