নান্দাইলে অগ্নিকাণ্ডে কৃষকের ৪ ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২

শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক, নান্দাইল :

ময়মনসিংহের নান্দাইলে অগ্নিকাণ্ডে রমজান আলী নামে এক কৃষকের ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৩ নং নান্দাইল ইউনিয়নের দাতারাটিয়া গ্রামের সরকার বাড়ির গোয়ালঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। এই অগ্নিকাণ্ডে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

জানা যায়, অগ্নিকাণ্ডে ৪টি ঘর সহ ৩ টি গরু, ১টি ছাগল, ২৫ মন ধান- চাল ও অন্যান্য মালামাল পুড়ে যায়। জমি কেনার জন্যে ঘরে রক্ষিত নগদ ৪ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত রমজান আলী জানান।

খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। ততক্ষণে আগুনে ঘরসহ মালামাল পুড়ে যায়। নান্দাইল ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার আবু বক্কর সিদ্দিক জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান।

পরদিন সোমবার ( ২১ ফেব্রুয়ারি) স্থানীয় নান্দাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন কাজল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।