গৌরীপুরে সাতটি ইটভাটায় ২৯লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি/২০২২) পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাতটি ইটভাটাকে ২৯লাখ টাকা জরিমানা করেছেন। পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এ জরিমানার আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরকার।

তিনি জানান, ইটভাটার লাইসেন্স না থাকায়, পরিবেশ অধিদপ্তরের অনুমোদনবিহীন, ইটভাটা নিয়ন্ত্রণ আইন লংঘনের দায়ে এ জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত ইটভাটার মধ্যে বিসমিল্লাহ ব্রিক ফিল্ড, মেসার্স চাচা-ভাতিজা ব্রিকস ফিল্ড, মেসার্স শাপলা ব্রিকস ফিল্ড, মেসার্স জননী ব্রিকসের প্রত্যেককে ৫লাখ টাকা, মেসার্স আয়েশা ব্রিকসকে ৪লাখ টাকা, মেসার্স তারা ব্রিকসকে ৩লাখ টাকা ও মেসার্স এসএইচবি ব্রিকসকে ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতকে গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. শাহজালাল, ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদানকারী মো. রুহুল আমিন সহযোগিতা করেন।