নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মোজাম্মেল – এনামুল পরিষদ বৈধ ঘোষণা

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২২

শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক, নান্দাইল :

ময়মনসিংহের নান্দাইল সাব- রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে যাচাই-বাছাইয়ে মোজাম্মেল, এনামুল, সালাম পরিষদ বৈধ ঘোষণা করেছেন উক্ত নির্বাচনের প্রধান কমিশনার আজহারুল ইসলাম খান। উক্ত প্যানেলে মোট ১৯ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে ৩ জন সদস্যের প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুইটি প্যানেলের মধ্যে সিদ্দিক, রিয়াজ ও রায়হান পরিষদের প্রার্থীগণ একই প্যানেলের এক প্রার্থী অপর প্রার্থীকে প্রস্তাব ও সমর্থন করায় মোট ১৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল বলে ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

শনিবার ( ১২ মার্চ ২০২২) নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে প্রধান নির্বাচন কমিশনার আজহারুল ইসলাম খান দুইটি প্যানেলের প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ে শেষে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেন।

মোজাম্মেল, এনামুল, সালাম পরিষদে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, সভাপতি মো. মোজাম্মেল হোসেন খান, সহ-সভাপতি মো. আবুল হাসেম, মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সহ- সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, মো. আব্দুল বারী খান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল সালাম সরকার, সহ – সাংগঠনিক সম্পাদক তাপস কুমার দে, প্রচার সম্পাদক মো. হারুন অর রশিদ, ক্রীড়া সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সাহিত্য সম্পাদক মো. হুমায়ুন কবির ভূইয়া, ধর্ম সম্পাদক মো. আব্দুর রশিদ সরকার, অর্থ সম্পাদক মো.হাবিবুজ্জামান, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদ সদস্য আহম্মদ হোসেন ও মোছা: লাভলী আক্তার।

প্রধান নির্বাচন কমিশনার আজহারুল ইসলাম খান সাংবাদিকদের জানান, গঠনতন্ত্র মতে নির্বাচন তফসিল ঘোষণা, মনোনয়ন ফরম বিতরণ, গ্রহণ ও যাচাই- বাচাই সম্পন্ন করা হয়েছে।