নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক, নান্দাইল থেকে:

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার ( ২৬ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ – কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লি এলাকায় দ্রুত গতির মটর সাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে সজিব মিয়া (১৫) একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম খলিল (৪৫) এক ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত সজিব মুশুল্লি ইউনিয়নের আগমুশুল্লি গ্রামের সুকেন মিয়ার পুত্র। সে স্থানীয় মুশুল্লি উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেণিতে পড়াশোনা করতো।

অপরদিকে, মঙ্গলবার বিকেলে আহত ইব্রাহিম খলিল (৪৫) চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু মারা যান। নিহত ইব্রাহিম খলিল টাঙ্গালের ব্রাহ্মণখোলা এলাকার মৃত আদম মিয়ার পুত্র।

জানা যায়, মঙ্গলবার দুপুরে দ্রুত গতির দুটি মোটরসাইকেল পিকআপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সজিব মিয়ার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা আহত ইব্রাহিম খলিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে বিকেল ৩টার দিকে মহাসড়কের ঝালুয়া বাজারের পশ্চিম পাশে মটর সাইকেল ও ট্রাকের সাথে সংঘর্ষের অজ্ঞাত এক মটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। আহত এক জনকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।