সাবেক এমপি অ্যাডভোকেট এম জুবেদ আলী আর নেই

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২

 

স্টাফ রিপোর্টার : আওয়ামীলীগ থেকে চার বার নির্বাচিত সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির পাঁচ বারের সভাপতি অ্যাডভোকেট এম জুবেদ আলী (৯২) মারা গেছেন। (ইন্না লিল্লাহি … রাজিউন)।

শনিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে ময়মনসিংহ মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি নগরীর নেক্সাস হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রবীণ আওয়ামীলীগ নেতা জুবেদ আলী ১৯৩০ সালের নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের মুসলিম পরিবারে জন্ম নেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এলএলবি পাস করেন। পরে ময়মনসিংহ বারে আইন ব্যবসা শুরু করেন। এম জুবেদ আলী মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

১৯৭০ সালের তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে জুবেদ আলী আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ২৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ ও ১৯৯১ সালের নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তাঁর মৃত্যুতে গাভীর শোক ও শোকাহত পরিবারে সমবেদনা প্রকাশ করেছেন নেত্রকোণা-৩ ( কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার, তাঁর সহধর্মিণী অধ্যাপিকা অপু উকিল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউএনও মাহমুদা বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূঁইয়া, নেত্রকোণা জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মো. শামছুজ্জোহা, কেন্দ্রীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম হিলালী, সাবেক ছাত্রনেতা এডভোকেট আব্দুল মতিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ।
প্রবীণ জননেতা মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ ফেইসবুকে ছড়িয়ে পড়লে নেটিজনরা মাগফেরাত মরহুমের কামনা করছেন।