নান্দাইলে দিনব্যাপী নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুন ১২, ২০২২

শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক, নান্দাইল থেকে:

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ময়মনসিংহের নান্দাইলে দিনব্যাপী নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১২ জুন) নান্দাইল উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে ৩০জন নন গ্রুপ কৃষক অংশগ্রহণ করেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান উক্ত অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন।

প্রধান প্রশিক্ষক মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, সরিষা চাষে খুব সহজে দু’ফসলি জমিকে তিন ফসলি জমিতে পরিণত করা যায়। এতে তেলের আমদানি নির্ভরতা যেমন কমবে তেমনি খৈল জ্বালানিও পাবেন কৃষক। সেই সাথে বাড়বে জমির উর্বরতা।

তিনি আরও বলেন, কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদেরৃ উৎসাহিত করতে সরকার এ প্রকল্পের কাজ শুরু করেছে। সময়োপযোগী প্রযুক্তিভিত্তিক এ ধরনের প্রশিক্ষণ ধারাবাহিক ভাবে কৃষকগণ গ্রহণ করে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করলে তাঁরা অনেক লাভবান হবেন আশা করি।

# শাহ্ আলম ভূঁইয়া