ময়মনসিংহ জেলায় টিসিবির পণ্য পাচ্ছেন ৩ লক্ষ ২ হাজার ৯৭১ জন

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুন ২২, ২০২২

মোঃ কামাল হোসেন : আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ময়মনসিংহ জেলায় ৩ লক্ষ ২ হাজার নয়শত একাত্তর জন নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে।
নির্ধারিত ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ উপলক্ষে বুধবার ২২ জুন বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান সম্মেলনে এক বক্তব্যে বলেন, নির্ধারিত ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ কর্মসূচির আওতায় ময়মনসিংহ জেলায় ৩,০২,১৭১ (তিনলক্ষ দুই হাজার নয়শত একাত্তর) জন ফ্যামিলি কার্ডধারীর নিকট ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ৭০,৪০৫ (সত্তর হাজার চারশত পাঁচ) সিটি কর্পোরেশনে এবং বাকি ২,৩২.৫৬৬ (দুই লক্ষ বত্রিশ পাঁচশত ছয়ষট্টি) জনকে বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে বাছাই করা হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ ১৩ টি উপজেলা ও ১০ টি পৌরসভায় মোট ৫৪৮ টি স্থায়ী/অস্থায়ী দোকানে ১৫৬জন তালিকাভূক্ত ডিলারের মাধ্যমে পণ্য বিতরণের জন্য নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসক আরো বলেন, গত জুন হতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ০২ টি ওয়ার্ডে পণ্য বিতরণের মধ্য দিয়ে এ জেলায় টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম শুরু করা হয়। ২৩ জুন উপজেলা পর্যায়ে বিক্রয় কার্যক্রম শুরু হবে। প্রত্যেক ফ্যামিলি কার্ডধারী ১ (এক) কেজি চিনি (্প্রতি কেজি ৫৫ টাকা), ২ (দুই) কেজি মশুর ডাল (্প্রতি কেজি ৬৫ টাকা) এবং ২ (দুই) লিটার সয়াবিন তেল (্প্রতি কেজি ১১০ টাকা) সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবেন।
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কর্তৃক সারাদেশে ১ (এক) কোটি দরিদ্র জনসাধারণকে গত রমজানের ন্যায় ভর্তুকি মূল্যে পণ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে, পবিত্র ঈদ-উল-ফিতরের ন্যায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে টিসিবির পণ্য সামগ্রী সুষ্ঠু বিতরণের লক্ষ্যে প্রত্যেক জেলায় জেলা প্রশাসনকে অন্তর্ভুক্ত করে এবং এ সংক্রান্ত সকল দায়িত্ব দেওয়া হয়েছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সদর উপজেলার পণ্য সংরক্ষণ ও প্যাকেজিং এর জন্য জেলা খাদ্য গুদাম এবং উপজেলাসমূহে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নির্ধারিত গুদামে পণ্য সংরক্ষণ ও প্যাকেজিং কার্যক্রম চলমান রয়েছে। টিসিবি থেকে প্রাপ্ত নমুনা অনুযায়ী প্যাকেট সংগ্রহ করা হয় এবং পণ্য প্যাকেটজাত করা হয়। এছাড়াও জেলা প্রশাসক, ময়মনসিংহ এর সার্বিক নির্দেশনায় জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) অথোরাইজড অফিসার ও উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার সাব-অথোরাইজড হিসেবে নিয়মিত প্যাকেজিং প্রক্রিয়া মনিটরিং করছেন এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে সমন্বয় সাধন করছেন।
জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত জেলা কমিটি, সিটি কর্পোরেশন কমিটি, পৌরসভা কমিটি, উপজেলা কমিটি ও ট্যাগ টিমসহ সংশ্লিষ্ট সকল এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অত্র জেলায় টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে সকল প্রস্তুতি প্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম, স্টাফ অফিসার তাসফিক সিবগাত উল্লাহ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।