তারাকান্দায় সেতুর দু’পাশের রেলিং নেই,  দুর্ঘটনার আশঙ্কা 

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুলাই ১, ২০২২

রফিক বিশ্বাস,তারাকান্দা থেকে।।

ময়মনসিংহের তারাকান্দায় এলজিইডি’র আঞ্চলিক পাকা সড়কের  সেতুর দু’পাশের রেলিং ভেঙে  পড়েছে। ফলে যে কোন সময়  দূর্ঘটনা ঘটতে পারে।
জানা গেছে, ময়মনসিংহ -নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার কাশিগন্জ  হইতে অম্বিকাগন্জ এলজিইডি পাকা সড়কের পশ্চিম  কামারিয়া ঈদগাঁ মাঠ সংলগ্ন খালের উপর সেতুর   দু’পাশের রেলিং ভেঙে পড়ে। রেলিং  না থাকায় যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।
স্হানীয়রা জানান, উক্ত সড়ক এলজিইডির আওতায় পাকা করনের পৃর্বে  ৩০ বছর আগে ১২ফুট প্রস্ত ও৩০ ফুট দৈর্ঘ্য  সেতু নির্মান করা হয়।এ সেতুর  দু’পাশের রেলিংয়ের  আস্তর খসে রড বেরিয়ে পড়ে। তারপর রেলিংয়ের রড রাতের আধারে উধাও হয়ে যায়। রেলিং না থাকায় এ সড়কে চলাচলকারী  হালকা ও ভারি যানবাহন যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।
তারাকান্দা  উপজেলা  প্রকৌশলী মোহাম্মদ শফিউল্লাহ খন্দকার জানান, এ  বিষয়ে প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।