নান্দাইলে পশুর হাটে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২

শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক, নান্দাইল থেকে:

ময়মনসিংহের নান্দাইলে কোরবানির পশুর হাটে এসে বিদ্যুতের অরক্ষিত তারে জড়িয়ে নাইম ইসলাম (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ জুলাই) রাত ৮টার দিকে নান্দাইল পৌরসভার চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বসানো অস্থায়ী পশুর হাটের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নাইম ইসলাম উপজেলার শেরপুর ইউনিয়নের লঙ্গারপাড় গ্রামের আবুদল কাদিরের ছেলে। এ বছর তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

নিহতের পরিবারসূত্রে জানা যায়, বড় ছেলে শামীম ইসলামকে সঙ্গে নিয়ে গরু বিক্রি করার জন্য দুপুরে হাটে আসেন পিতা আবদুল কাদির। সন্ধ্যা হয়ে যাওয়ায় বাবার খোঁজে কোরবানির হাটে আসে ছোট ছেলে নাইম ইসলাম। এসময় নাইম হাটের পশ্চিম দিকে জাতীয় চার নেতার ম্যুরালের পাশ দিয়ে হাটে প্রবেশের সময় একটি অরক্ষিত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।

এ ঘটনার পরপরই হাটের লোকজন তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।