তারাকান্দায় মহাসড়কের উপর সিএনজি, অটো ট্রেন্ড,দূর্ঘটনার আশংকা 

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩
রফিক  বিশ্বাস,তারাকান্দা(ময়মনসিংহ)থেকে: ময়মনসিংহের তারাকান্দায় মহাসড়কের উপর সিএনজি, অটোট্রেন্ডে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যাত্রীর অপেক্ষা যানবাহন দাড়ানো থাকায় দূরপাল্লা  বাস,ট্রাক ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ময়মনসিংহ -হালুয়াঘাট-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলার কোদালধর  নামকস্থানে  সকাল থেকে গভীর রাত পর্যন্ত  যাত্রীর অপেক্ষা সিএনজি, অটো দাড়িয়ে  রাখা হয়। কোদালধর ব্রীজ মোড় হতে কামারিয়া  ভায়া কাশীগন্জ,বালিখা ভায়া ঢাকিরকান্দা  সিএনজি, অটো রিক্সার যাত্রী করে থাকে। আর যাত্রীর অপেক্ষা শত শত সিএনজি, অটো রিক্সার সড়কের উপর দাড়িয়ে রাখা হয়।
ঢাকা শেরপুর সড়কের সোনার বাংলা পরিবহন সার্ভিসের চালক,ফারুক,শহীদ মিয় ও রুবেল মন্ডল এবং হালুয়াঘাট-ঢাকা সড়কের ইমাম ও শ্যামলী বাংলা পরিবহন সার্ভিসের বাস চালক সুলতান,মালেক,রহিম জানান,কোদালধর মোড়ে সড়কের উপরের দু’পাশে শত,শত সিএনজি,অটোরিকশা  দাড়িয়ে রাখা  ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তারাকান্দা  উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মিজাবে রহমত এর সাথে কথা হলে তিনি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।