মোহনগঞ্জে ৩১মণ্ডপে শ্রীশ্রীশ্যামাপূজা অনুষ্ঠিত হচ্ছে

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩

মোহনগঞ্জ প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের দ।দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রীশ্যামাপূজা আজ। এ উপলক্ষে মোহনগঞ্জে ৩১পূজা মণ্ডপে শ্রীশ্রীশ্যামাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পৌর শহরে ১৭ ও ইউনিয়ন পর্যায়ে ১৪ মণ্ডপে পূজা হচ্ছে।

এ পূজায় মোহনগঞ্জের ঐতিহ্য অনেক পুরনো। এখন পূজা মণ্ডপে চলছে শেষ সময়ের সাজগোজের কাজ। মৃৎশিল্পী ও সাজসজ্জা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। মোহনগঞ্জ পৌরশহরে এখন সাজ সাজ রব।দৃষ্টিনন্দন তোরণ, লাইটিং চোখ জুড়ানো অবস্থা বিরাজমান। শেষ সময়ের কাজে পূজারীবৃন্দ ব্যস্ত। আজ রাত অমাবস্যা তিথিতে পূজা শুরু হচ্ছে। ইতিমধ্যে পূজা আঙিনায় বসছে বিভিন্ন পসারীর মেলা।

অনেক দূরদুরান্ত থেকে দর্শনার্থীরা আসেন মোহনগঞ্জের পূজা দর্শন করতে। শাস্ত্রে আছে কালকে যিনি কলন করেন তিনিই কালী। এ পূজাকে আবার দীপান্বিতা কালী পূজা বলা হয়। আবার দীপাবলি উৎসব হিসাবেও পরিচিত। ঘরে ঘরে দীপ জ্বালানো হয়।