তারাকান্দায় কাকনী-রাজদারিকেল সড়কে কালভার্ট ভেঙ্গে ভারী যানবাহন চলাচল বন্ধ

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩

রফিক বিশ্বাস,তারাকান্দা (মযমনসিংহ) থেকে: ময়মনসিংহের  তারাকান্দায় সড়কের  কালভার্ট  ভেঙ্গে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, গত অক্টোবর মাসের প্রথম দিকে টানা বর্ষণে পানির চাপে কাকনী – রাজদারিকেল  এলজিইডি ‘র  পাকা সড়কের  দিগারকান্দা খালের উপর রিং কালভার্ট  ভেঙ্গে  যানবাহনসহ স্থানীয়দের চলাচল বন্ধ হয়ে যায।  চরম দূভোগে পড়ে জনসাধারণ।  খবর পেয়ে তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ফজলুল হক, তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ভাঙ্গা কালভার্টে  ক্ষতিগস্ত স্থান পরিদর্শন করেন। এ সময উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ জোবায়ের হোসেন, ইউপি চেযারম্যান  আলতাব হোসেন খন্দকার উপস্থিত ছিলেন। জনদূর্ভোগ লাঘবে জরুরী ভাবে ইউনিয়ন পরিষদ ভাঙ্গা কালভার্টের উপর কাঠের পাটাতন  স্থাপন করে। উক্ত কাঠের পাটাতনের উপর দিযে অটো, সিএনজি,ঠেলাগাড়ীসহ পথচারী যাতাযত করলেও  ভারী যান চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, ২০১৯-২০২০ অর্থ বছরে  উপজেলার কাকনী-রাজদারিকেল  সড়কের ১৫কিঃমিঃ এলজিইডি  বাস্তবাযনে পাকা করন হয়। ওই সড়কের  বানিহালা  ইউনিযনের মাঝিয়ালী দিগারকান্দা   খালের উপর  ব্রিজ নির্মান না করায   পুরাতন রিং কালভার্ট  পানির চাপে  বা ভারী যানবাহনের ওজনে রিং কালভার্ট ভেঙ্গে চরম দূ্র্ভোগ সৃষ্টি হচ্ছে।গত রবিবার তারাকান্দা    উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ ক্ষতিগস্ত এলাকা পরিদর্শন করেন।
তারাকান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি)  মোঃ জোবাযের হোসেন জানান, ওই খালের ব্রিজ নির্মানের জন্য  উর্ধতন কর্তৃপক্ষ বরাবর চাহিদা পাঠানো হযেছে।