দুর্গাপুরে স্বামী-স্ত্রী’র মাদকের ব্যবসা : অবশেষে পুলিশের হাতে আটক!

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:
ভারত থেকে চুরাইপথে আসা ভারতীয় মদ লুকানো ছিল বসত ঘরের মাটির নিচে। অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করলো পুলিশ। সেই সময় মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী কেও আটক করা হয়। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রাম এ ঘটনাটি ঘটে। গত রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধারসহ তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলা স্বামী কাউসার মিয়া (৩৬) ও স্ত্রী সনিয়া (২৭)। তারা ভারত থেকে চুরাইপথে মদ এনে তাঁদের বাড়িতে রেখে তা বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে সেই বাড়ির বসত ঘরে তল্লাশি করে মাটির নিচ থেকে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রীকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান,এ ঘটনায় মামলা বিশষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলাহাজতে প্রেরণ করা হবে।