ধোবাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত হয়েছে

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, মে ১, ২০২৩

 

ধোবাউড়া ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ধোবাউড়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। “শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধোবাউড়া উপজেলা পরিবহন পরিচালনা কমিটি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানান কর্মসূচী গ্রহন করা হয়েছে। মনে দিবসের কর্মসূচী হিসেবে ছিলো বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মোনাজাত । দিবসটি পালন উপলক্ষে উপজেলা শহরের বাসস্ট্যান্ড থেকে সকালে উপজেলা পরিবহন পরিচালনা কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দীন সোহাগ এর নেতৃত্বে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিবহন পরিচালনা কমিটির কার্যালয়ে এসে আলোচনা সভায় যোগ দেন। আলোচনা সভায় উপজেলা পরিবহন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কছিম উদ্দিন ফসর আলী সঞ্চালনায় উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিবহন পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি মোঃ বরকত উসমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক এবং উপজেলা পরিবহন পরিচালনা কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দীন সোহাগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবহন পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল কদ্দুস, কার্যকরী সভাপতি কাজল উদ্দিন, সহ-সভাপতি বাচ্চু মিয়া, যুগ্ম সম্পাদক মাসুম, সাংগঠনিক সম্পাদক পরিতুষ সরকার সহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করে অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও ধোবাউড়া উপজেলা অটো টেম্পু সিএনজি মাহিন্দ্র শ্রমিক ইউনিয়ন, ধোবাউড়া উপজেলা রাজমিস্ত্রী শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য সয়গঠনও র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে দিবসটি পালন করেছে।