করোনা এক দিনে শনাক্ত ১১৪৬ জন

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২

স্বজন ডেস্ক : দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৬ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জনে।

আর করোনায় ময়মনসিংহে এক নারী  মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৮ জনে।

(বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত)  নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৬ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জনে। বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশে গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ।। গতকাল করোনায় দেশে সাতজনের মৃত্যু হয়েছিল। একই সময়ে শনাক্ত হয়েছিল ১ হাজার ১৪০ জন।

শুক্রবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৫২টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৮৯০টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১ হাজার ১৪৬ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। এ নিয়ে দেশে ১৫ সপ্তাহ পর দৈনিক নমুনা পরীক্ষার হার পাঁচের উপরে উঠলো। গত ২০ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৬ শতাংশ।

এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৫৪০টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের মোট হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১৭০ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জন।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়।