বালু বোঝাই লরির ধাক্কায় গফরগাঁওয়ে অটোরিক্সার দুই যাত্রী নিহত

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা :

বালু বোঝাই লরির ধাক্কায় ব্যাটারীচালিত অটোরিক্সার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) সকাল এগারটার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের গফরগাঁও উপজেলার রাওনা গ্রামে এ দুঘর্টনা ঘটে। নিহতদের একজন উপজেলার পুখুরিয়া গ্রামের মৃত রবের স্ত্রী লিপি আক্তার (৫২) অপরজন উপজেলার চরকামারিয়া গ্রামের মিয়া হোসেনের স্ত্রী বকুলা খাতুন( ৪৬)। এছাড়াও অটোরিক্স্রার ড্রাইভার আকবর (৩৬) আহত হয়।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গফরগাঁও থেকে ব্যাটারীচালিত একটি অটোরিক্সা গফরগাঁও-ভালুকা সড়কের ধোপাঘাট ব্রীজের একটু সামনে রাওনা গ্রামে থামিয়ে যাত্রী বকুলা খাতুনকে নামায়। এ সময় পিছন দিক থেকে বেপরোয়া গতির একটি বালু বোঝাই লরি অটোরিক্সাটিকে ধাক্কা মেরে পিষে দিয়ে পাশের ক্ষেতে পড়ে যায়। ঘটনাস্থলেই লিপি আক্তার নিহত হয়। বকুলা খাতুনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।

গফরগাঁও থানার সেকেন্ড অফিসার এসআই জাকির হোসেন বলেন, বালুবোঝাই লরিটি আটক করা হয়েছে। লরির ড্রাইভার সাথে সাথেই পালিয়ে যায়।