২০২৩ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছুটি দুই দিন

২০২৪ সালে মাধ্যমিকে থাকছে না বিভাগ বিভাজন

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২

স্বজন ডেস্ক : শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, ২০২৩ সাল থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন করে ছুটি থাকবে। এর আগে নতুন কারিকুলামে যেসব শিক্ষার্থী যুক্ত হচ্ছেন, তারাও সপ্তাহে দুই দিন করে ছুটি পাবেন।

শনিবার ( ১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্বাচিত ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু জ্ঞান নয়, এর সঙ্গে দক্ষতা অর্জনই নতুন কারিকুলামের লক্ষ্য। এখন পাইলটিং চলবে। ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে এটি বাস্তবায়িত হবে। এটা সফল হলে ২০২৩ সাল থেকে প্রাথমিকভাবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণি থেকে বাস্তবায়ন করব। ২০২৪ সালে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়ন করা হবে। সে হিসেবে ২০২৪ সাল থেকে আর আর্টস, কমার্স, সায়েন্স বিভাগ থাকবে না।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা দেখব, নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা দক্ষতাসম্পন্ন হচ্ছেন কি না, বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী সঠিক মানুষ হিসেবে গড়ে উঠছে কি না। আমরা যখন চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে শিক্ষার্থীদের কাছ থেকে ফিডব্যাক পাবো, তখন নিজেদের সার্থক মনে করব।’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরো বলেছেন, ২০২৪ সাল থেকে মাধ্যমিকে ৯ম শ্রেণিতে থাকবে না বিভাগ (আর্টস, কমার্স, সায়েন্স) বিভাজন।  শনিবার (১৯ ফেব্রুয়ারি) এনসিটিবিতে নতুন কারিকুলামের বই উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।