যুক্তরাষ্ট্রে সমাবর্তন অনুষ্ঠানে বন্দুক হামলায় নিহত ২

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুন ৭, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক  :

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি হাই স্কুলের সমাবর্তন অনুষ্ঠানে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। হামলাকারীর কাছে চারটি হ্যান্ডগান ছিল বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) এ ঘটনা ঘটে

পুলিশ জানায়, ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির ক্যাম্পাস সংলগ্ন একটি থিয়েটারের কাছে সমাবর্তন অনুষ্ঠান চলছিল। সেখানে গুলি চালানোর ঘটনায় একজন ১৯ বছর বয়সী সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রিচমন্ড পুলিশের অন্তবর্তী প্রধান রিক এডওয়ার্ডস জানিয়েছেন, সন্দেহভাজনের বিরুদ্ধে অন্যান্য অভিযোগের সঙ্গে সেকেন্ড-ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হতে পারে। মাত্র একজনের সঙ্গে বিরোধে এতগুলোর মানুষের ওপর গুলি চালানো ‘ন্যক্কারজনক ও কাপুরুষোচিত’।

নিহতদের বয়স ১৮ থেকে ৩৬ বলে জানান এডওয়ার্ড। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, সন্দেহভাজন যুবক ঘটনাস্থল থেকে হেঁটে পালিয়ে যায়। কিছুক্ষণ পর চারটি হ্যান্ডগানসহ ধরা পড়েন। সূত্র: আল জাজিরা