কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুকে মিললো ১৪ বস্তা টাকা

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১

 

স্বজন ডেক্স : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এ যাবতকালের সর্বোচ্চ দান মিলেছে ১৪ বস্তা টাকা । করোনা পরিস্থিতিতে এবার ৫ মাস ৪ দিন পর খোলা হল ৮টি সিন্দুক। সিন্দুকে মিলেছে নগদ ২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা।

শনিবার (২২ জানুয়ারি) বিকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.আব্দুল্লাহ আল মাসউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সকাল ১০টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ৮টি সিন্দুক খোলা হয়। প্রথমে দানসিন্দুক থেকে টাকা বস্তায় ভরা হয়। পরে বস্তা খুলে শুরু হয় টাকা গণনার কাজ। এসময় নগদ টাকা ছাড়াও বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও বেশ কিছু স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।

টাকা গণনায় স্বাস্থ্যবিধি মেনে মসজিদ মাদরাসার ছাত্র-শিক্ষক ছাড়াও রূপালী ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।

সাধারণত তিন মাস পর পর পাগলা মসজিদের সিন্দুক খোলা হয়। করোনাভাইরাসের কারণে এবার ৫ মাস ৪ দিন পর খোলা হয়েছে। এর আগে সর্বশেষ গত ২০২০ সালের ২২ আগস্টে সিন্দুক খোলা হয়েছিল। তখন এক কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৭১ টাকা পাওয়া গিয়েছিল।

নগদ টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার ছাড়াও প্রতিদিনই অসংখ্য মানুষ মসজিদে গবাদিপশু, হাঁস-মুরগিসহ বিভিন্ন জিনিসপত্র দান করেন।