গৌরীপুরে ভ্যাক্সিন নিলেন ইউএনও হাসান মারুফ ডাঃ আয়েশা বেগ

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
স্বপ্নের হাজারো আকাঙ্খার কোভিড-১৯ ভ্যাক্সিন টিকাদান কর্মসূচী ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৭ ফেব্রুয়ারি/২০২১) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

পুরুষদের মধ্যে প্রথম টিকা গ্রহণ করেন ইউএনও হাসান মারুফ ও মহিলাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট ডাঃ আয়শা বেগ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, বিশেষ অতিথি ইউএনও হাসান মারুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মেঘ লাল মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট ডাঃ আয়শা বেগ, ডাঃ শরিফুল হালিম, ডাঃ হাসিবুল হাসিব, ডাঃ একেএম মাহফুজুল হক, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম জানান, প্রথম দফায় ৯শ ৫টি ভায়েল পাওয়া গেছে। প্রথম দফায় ৯হাজার ৫শ জন কোভিড-১৯ ভ্যাক্সিন টিকা পাবেন।