আর্ন্তজাতিক নিউজ : প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওঁচা সরকারের বিরুদ্ধে থাইল্যান্ডে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী ব্যাংককে শক্তিশালী রাজতন্ত্রের সংস্কারও দাবি করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা ‘সামন্ততন্ত্র নিপাত যাক, জনগণ দীর্ঘজীবী হোক’ স্লোগান দিয়েছে।
মধ্য জুলাই থেকে প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওঁচার পদত্যাগ, নতুন সংবিধান এবং নির্বাচনের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ শুরু হয়। দেশটিতে দীর্ঘদিন ধরে রাজা মহা ভাজিরালংকর্নের সমালোচনা নিষিদ্ধের যে ট্যাবু চলে আসছে বিক্ষোভকারীরা তাও ভঙ্গ করেছে। পুলিশ জানিয়েছে, ব্যাংককের থাত্তাসাত ইউনিভার্সিটিতে অন্তত পাঁচ হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিল।
১৯৭৬ সালের পর থাই সরকারের বিরুদ্ধে এতো বড় বিক্ষোভ আর দেখা যায়নি। হালকা বৃষ্টির মধ্যেই বিক্ষোভকারীরা রেইনকোট পরে কিংবা ছাতে হাতে জড়ো হয়েছিল।
বিক্ষোভ আন্দোলনের নেতৃত্বদানকারী মানবাধিকার আইনজীবী আরনন নামপা এক টুইটে লিখেছেন, ‘আজ জনগণ তাদের ক্ষমতা ফেরত চাইবে।’
২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন সেনাপ্রধান ওঁচা। শনিবারের বিক্ষোভে থাকসিনের সমর্থকরাও ছিলেন।