ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর দুই সপ্তাহ ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।

মমেক নগরীর ৩৩ টি ওয়ার্ডে ৩০১ টি স্বাস্থ্য কেন্দ্রে প্রশিতি স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে ৮ লাখ ১৩ হাজার ১০১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

তার মধ্যে ০৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

রবিবার ৪ অক্টোবর সকাল ১০ টায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন নগর ভবনে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে কর্পোরেশন শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলে জার্নালিস্ট ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

সিটি কর্পোরেশনের আয়োজনে জার্নালিস্ট ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এইচ. কে. দেবনাথ, খাদ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার।

এসময় কর্মসূচী সফল বাস্তবায়নের জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগীতা কামনা করেন ।