গৌরীপুরে নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেলকে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান। সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন শুক্রবার (৩ ডিসেম্বর/২০২১) তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমার দুঃসময়েও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হইনি। জেল-জুলুম হুলিয়া নিয়েও রাজনীতি করেছি। মুক্তিযুদ্ধের সময় আমাদের বাড়িঘর জ¦ালিয়ে দিয়েছিলো। আজ আমার জন্য নৌকা পরাজয় হতে পারে না। জননেত্রী শেখ হাসিনা যাঁকে নৌকা দিয়েছেন, তাকেই বিজয়ী করুন। আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।

এ সময় নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল বলেন, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক এ নৌকাকে বিজয়ী করার জন্য আমরা আমাদের মান-অভিমান সব ভুলে যাই। নৌকা বিজয়ের জন্য একসঙ্গে কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য। নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানান উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম সরকার, সদস্য আবুল কাসেম সরকার, মো. সেলিম মিয়া, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, শাহ আরশাদুল হক মাস্টার, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান, সহনাটী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফ উজ্জামান গোলাপ প্রমুখ।

৪র্থ ধাপে এ ইউনিয়নের নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর এ ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, আ’লীগের প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল, জাতীয় পার্টির প্রার্থী মো. শামছুজ্জামান জামাল, জাকের পার্টির প্রার্থী মো. আব্দুল মান্নান, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান মো. দুলাল আহমেদ, মো. কামরুল ইসলাম, মো. শামছুল হক, হারুন অর রশিদ, মো. হান্নান মনোনয়নপত্র দাখিল করেন। ৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বলেন নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার সজল চন্দ্র সরকার।