আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৩৩

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে এ ঘটনা ঘটেছে।

সরকারি মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে বলেছেন, ‘কুন্দুজের ইমাম সাহেব জেলার একটি মসজিদে বিস্ফোরণে শিশুসহ ৩৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে।’

কে বা কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট ইন খোরাসান প্রোভিন্স বৃহস্পতিবার আফগানিস্তানে কয়েকটি বোমা হামলা চালিয়েছে। এগুলোর মধ্যে একটি কুন্দুজে এবং অন্যটি মাজার-ই-শরিফের একটি শিয়া মসজিদ ছিল। ওই দিন তিনটি বোমা হামলার মধ্যে সবচেয়ে মারাত্মক বিস্ফোরণটি উত্তর মাজার-ই-শরিফের একটি শিয়া মসজিদের ভিতরে ঘটেছিল। এতে অন্ততপক্ষে ১২ জন নিহত এবং ৪০ জন মতো আহত হয়েছে। একই দিন রাজধানী কাবুলের একটি স্কুলের কাছে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে শহরের প্রধান শিয়া অধ্যুষিত দাশত-ই-বার্চি এলাকায় দুই শিশু আহত হয়।