ন্যাটোর সদস্য হলো ফিনল্যান্ড

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩

স্বজন ডেস্ক : আনুষ্ঠানিকভাবে উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোতে যোগ দিলো ফিনল্যান্ড। মঙ্গলবার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে নথি হস্তান্তরের মাধ্যমে জোটের ৩১তম দেশ হিসেবে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন। খবর আল-জাজিরা অনলাইন।

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ, ফিনল্যান্ডকে স্বাগত জানিয়ে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ন্যাটো সম্প্রসারণের বিরোধিতাকে তার আক্রমণের একটি যুক্তি হিসাবে দেখিয়েছিলেন। ‘তিনি ঠিক তার বিপরীতে পাচ্ছেন…ফিনল্যান্ড আজ এবং শিগগিরেই সুইডেন জোটের পূর্ণ সদস্য হয়ে যাবে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এর পরপরই প্রতিরক্ষার দোহাই দিয়ে ন্যাটোতে যোগ দিতে তোড়জোড় শুরু করে ফিনল্যান্ড ও সুইডেন। জোটের সদস্য তুরস্ক প্রথমে ফিনল্যান্ডকে সদস্য করার বিরোধিতা করেছিল। পরে সেই অবস্থান থেকে সরে আসে আঙ্কারা।

ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিসটো বলেছেন, ফিনল্যান্ড ন্যাটোতে সুইডেনের সদস্যপদ নিশ্চিত করতে ‘নিরলসভাবে’ কাজ করবে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ফিনল্যান্ডের সদস্যপদ সুইডিশ সদস্যপদ ছাড়া সম্পূর্ণ হয় না। সুইডেনের প্রাথমিক সদস্য পদের জন্য কাজ নিরলসভাবে অব্যাহত রয়েছে।’