স্বাস্থ্য সম্মত ও পরিবেশ বান্ধব সিটি গড়তে মসিক কাজ করছে-মেয়র টিটু

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

স্টাফ রিপোর্টার :

স্বাস্থ্য সম্মত ও পরিবেশ বান্ধব সিটি গড়তে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) কাজ করছে। নিজেরা সুস্থ্য এবং ভাল থাকি, সমাজকে ভাল রাখি। পরিচ্ছন্ন কার্যক্রমকে সহযোগীতা করি। পরিচ্ছন্ন ময়মনসিংহ সিটি গড়ার লক্ষে জীবানুনাশ স্প্রে এবং রোড সুইপিং মেশিনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধনকালে মেয়র ইকরামূল হক টিটু এ সব কথা বলেন।


২৩ নভেম্বর সোমবার পরিচ্ছন্ন ময়মনসিংহ সিটি গড়ার লক্ষে মসিকের উদ্যোগে জীবানুনাশক স্প্রে এবং রোড সুইপিং মেশিনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা নগরীর নতুন বাজার মোড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেয়র ইকরামূল হক টিটু।

মেয়র আরো বলেন, নগরীকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের এগিয়ে আসতে হবে। অভ্যাস পরিবর্তন করুন, রাত্রিকালীন ময়লা ফেলার অভ্যাস করুন। নিদ্ধিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে হবে। বিশেষ করে বাণিজ্যিক এলাকার ব্যবসায়ীদেরকে বেশি উদ্যোগী হতে হবে।

তিনি রোড সুইপিং মেশিন উদ্বোধন সম্পর্কে বলেন, এই মেশিনের মাধ্যমে নগরীর রাস্তাঘাট পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে দেশের অন্যতম সিটি হিসাবে ময়মনসিংহ সিটি গড়ার চেষ্ঠা করছি। এ জন্য সকলের সহযোগীতা প্রয়োজন।

এছাড়া ডেঙ্গু প্রতিরোধ এবং মসক নিধন সম্পর্কে তিনি বলেন, মঙ্গলবার থেকে ৩৩টি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভুমিকা ও মসক নিধন স্প্রে ছিটানো হবে।

এ সময় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, তত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, প্রধান হিসাব রক কর্মকর্তা অসীম কুমার সাহা, কাউন্সিলর আসিফ হোসেন ডন, তাজুল আলম, রুকসানা শিরিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচকে দেবনাথ, স্বাস্থ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহব্বত আলী, বিডি ক্লিনের শুভ্র চক্রবর্তীসহ বিডি কিনের সদস্যরা উপস্থিত ছিলেন।