শেখ হাসিনা বেঁচে আছে বলেই দেশ আজ এগিয়ে যাচ্ছে : আ’লীগের বর্ধিত সভায়- মতিয়া চৌধুরী

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

স্টাফ রিপোর্টার :

পদ্মা সেতু আজ দৃশ্যমান। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা বলেন, তা করে দেখান। এরই নাম আওয়ামীলীগ ও শেখ হাসিনা। শেখ হাসিনা বেচে আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে।

 

জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হচ্ছে। সকল দ্বিধা-দ্বন্দ ভুলে দল, দেশ ও জাতির জন্য এক হয়ে কাজ করতে নেতা কর্মীদের আরো ঐক্যবদ্ধভাবে হতে হবে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় টাউনহল এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসিম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, গৃহায়ন ও গুপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, আলহাজ কাজিম উদ্দিন ধনু এমপি, জুয়েল আরেং এমপি, মনিরা সুলতানা মনি এমপি, ময়মনসিংহ সিটি কর্পোশেনের মেয়র ইকরামূল হক টিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় জেলা আওয়ামীলীগের এডভোকেট কবির উদ্দিন ভ্ইূয়া, আমিনুল হক শামীম, এডভোকেট ফরিদ আহমেদ, মমতাজ উদ্দিন মন্তা, ফারুক আহমেদ খান, এডভোকেট বদর আহমেদ, এডভোকেট পিযুষ কান্তি সরকার, এডভোকেট সাদেক খান মিল্কী টজু, অধ্যাপক ইউসুফ খান পাঠান, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, এডভোকেট জালাল উদ্দিন খান, আহমেদ আলী আকন্দ, ডাঃ মমিনুর রহমান জিন্নাহ, অধ্যক্ষ ড. একেএম আবদুর রফিক, এডভোকেট আইনুল হক, অধ্য আতিকুল ইসলাম, ড. সামিউল আলম লিটন, অধ্য আবু সাঈদ দীন ইসলাম, আবুল কালাম রাসেল (ভিপি রাসেল), রেজাউল হাসান বাবু, অধ্যাপিকা তাসলিমা বেগম, এডভোকেট আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর বাশার ভাসানী, এডভোকেট ইমদাদুল হক সেলিম, শরীফ হাসান অনু, মিজানুর রহমান ডেভিট, ফিরোজ আহমেদ, মোঃ গোলাম মোস্তফা, এডভোকেট জিয়াউল হক সবুজ, আলহাজ এম এ ওয়াহেদ, কৃষিবিদ নজরুল ইসলামসহ জেলা উপজেলা আওয়ামীলীগের সদস্য, আওয়ামীলীদলীয় নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যন ও পৌর মেয়রগণ উপস্থিত ছিলেন।