গফরগাঁও পৌর নির্বাচনে ইভিএমে ভোটার উপস্থিতিতে কেন্দ্র সরগরম : আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০

ময়মনসিংহ ( ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের গফরগাঁও পৌর নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতি লক্ষ করা গেছে।

প্রতিটি কেন্দ্রের সামনে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদের ভীড় থাকলেও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েনি।


গফরগাঁও পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার ২২ হাজার ২৯৬ জন। প্রথমবারের মত গফরগাঁও পৌর এলাকার ভোটাররা ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করেন। এজন্য ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ছিল।

১০টি কেন্দ্রে মোট ১২ হাজার ৬’শ ১টি ভোট কাষ্ট হয় । আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র এসএম ইকবাল হোসেন সুমন ১২ হাজার ৪’শ ১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী শাহ আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ১’শ ৯০টি ভোট।

এসএম ইকবাল হোসেন তাকে নির্বাচিত করায় পৌরবাসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শাহ আব্দুল্লাহ আল মামুন এক প্রতিক্রিয়ায় স্থানীয় সাংবাদিকদের বলেন, ভোট নিয়ে তার কোন অভিযোগ নেই।