বগুড়ার শেরপুরে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২

স্বজন ডেস্ক : বগুড়ার শেরপুরে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ একেএম বানিউল আনাম।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী হানিফ পরিবহনের একটি বাস বগুড়ার শেরপুরে থানার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে ঘটনাস্থলে শেরপুর থেকে চান্দাইকোনাগামী সিএনজি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এসময় অটোরিকশার ভেতরে থাকা চালকসহ ৫ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশায় থাকা অপর এক যাত্রী গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বানিউল আনাম আরও বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন হানিফ পরিবহনের বাসটি আটক করেছে। লাশগুলো শেরপুর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাসটিও থানায় আছে।

বগুড়া ছিলিমপুর ও মেডিক্যাল ফাঁড়ির এএসআই রকিবুল জানান, শেরপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ভালো না। তবে তার পরিচয় কেউ শনাক্ত করেনি।