ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। গত সোমবার উপজেলার ১১ ইউনিয়নের মাঝে ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা ও এক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন, ১নং উথুরা ইউনিয়নে নূরুল ইসলাম (নৌকা)
২নং মেদুয়ারী ইউনিয়নে জেসমিন নাহার রাণী (নৌকা)
৩নং ভরাডোবা ইউনিয়নে শাহ আলম তরফদার (নৌকা)
৪নং ধীতপুর ইউনিয়নে লুৎফুর রহমান শারফুল (নৌকা)
৫নং বিরুনীয়া ইউনিয়নে শামছুল হোসেন স্বতন্ত্রপ্রার্থী (আনারস)
৬নং ভালুকা ইউনিয়নে মোঃ শিহাব আমীন খান (নৌকা)
৭নং মল্লিকবাড়ি ইউনিয়নে আকরাম হোসাইন (নৌকা)
৮নং ডাকাতিয়া ইউনিয়নে হারুন অর রশিদ (নৌকা)
৯নং কাচিনা ইউনিয়নে মুশফিকুর রহমান লিটন (নৌকা)
১০নং হবিরবাড়ি ইউনিয়নে তোফায়েল আহম্মেদ বাচ্চু (নৌকা)
ও ১১নং রাজৈ ইউনিয়নে নূরুল ইসলাম বাদশা (নৌকা)।
উপজেলার ১১ ইউনিয়নে মোট ১২২ টি ভোট কেন্দ্রে ৮৩৬ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিলো দুই লাখ ৮৭ হাজার ৮৪২ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪১ জন ও সাধারণ সদস্য পদে ৪২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।