করোনায় ৫১ শনাক্ত, ৪৭ জনই ঢাকার

৬১ জেলায় নেই শনাক্ত

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২

স্বজন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আজও কারও মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে টানা পাঁচদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫১ জন। যার মধ্যে ৪৭ জনই ঢাকা জেলার। ঢাকার বাইরে চট্টগ্রামে দু’জন, শেরপুরে একজন ও পটুয়াখালীতে একজন রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ ৬১টি জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি।

গত ২৪ ঘণ্টায় দেশে ৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ২৭৫ জন।

শনিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৫২ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৫১৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ০২ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৮৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।