বঙ্গোপসাগর উত্তাল, পর্যটকদের নিরাপদে থাকতে মাইকিং

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২

স্বজন ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। গত এক সপ্তাহ ধরে উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। বাতাসের চাপও অনেকটা বেড়েছে। নদ-নদী এবং সমুদ্রের পানির উচ্চতা ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছে।

এদিকে সমুদ্রের তীরে আছড়ে পড়া বড় বড় ঢেউ উপেক্ষা করেই অনেক পর্যটককে সৈকতে গোসল করতে দেখা গেছে। এসব পর্যটকদের সৈকত থেকে সরে যেতে মাইকিং করতে দেখা গেছে ট্যুরিষ্ট পুলিশকে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা বন্দরসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।