গফরগাঁওয়ে ভাইয়ের দায়ের কোপে ভাই খুন

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২২

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ময়মনসিংহে গফরগাঁওয়ে বাঁশ কাটা নিয়ে বিরোধে দায়ের কোপে বড় ভাইয়ের হাতে সৌদি প্রবাসী ছোট ভাই সফির উদ্দিন (৪০) খুন হয়েছে।

উপজেলার পাগলা থানার কুরচাই গ্রামে শুক্রবার ৭ অক্টোবর দুপুরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুরচাই গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে নিহত সফির উদ্দিন গত ১০ বছর যাবত সৌদি প্রবাসী। গত এক মাস আগে সে সৌদি আরব থেকে সে বাড়িতে আসে। গ্রামের বাগনী বিলের অপর পাড়ে একান্নবর্তী একটি বাঁশ ঝাড় দীর্ঘদিন যাবত বড় ভাই আমির উদ্দিন (৫০) একক ভাবে দখল করে আছে। শুক্রবার দুপুর ১২টার দিকে আমির উদ্দিন বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটতে গেলে ছোট ভাই সফির উদ্দিন বাঁধা দেয়। দুই ভাইয়ের তর্কাতর্কির এক পর্যায়ে বড় ভাই আমির উদ্দিন হাতে থাকা বাঁশ কাটার দা দিয়ে ছোট ভাই সফির উদ্দিনের মাথায় এলোপাথারি কোপায়। স্থানীয়রা গুরুতর আহত সফির উদ্দিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকাল সাড়ে চারটার দিকে সফির উদ্দিন মারা যায়।

পাগলা থানার ওসি বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বড়ভাই আমির উদ্দিন ঘটনার পর থেকে পলাতক । তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।