গণ দাবীকে উপেক্ষা করলে পরিনতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে : এমরান সালেহ প্রিন্স

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১

স্টাফ রিপোর্টার : বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবি আজ গণ দাবিতে পরিণত হয়েছে। সরকার যদি এই গণ দাবিকে উপেক্ষা করে তাহলে উদ্ভুত পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।

তিনি ৪ ডিসেম্বর, শনিবার বিকেলে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী ছাত্র দল ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ময়মনসিংহ মহানগর ছাত্র দলের সভাপতি নাইমুল করিম লুইন এর সভাপতিত্বে ময়মনসিংহ নতুন বাজারে শিশু একাডেমি মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় সহ সভাপতি কে এম এস মুসাব্বির শাফি, কক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ,অধ্যাপক শেখ আমজাদ আলী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, ফখর উদ্দিন বাচ্চু, সাবেক ছাত্র নেতা করিম সরকার,রতন আকন্দ,শামিম আজাদ, মাহবুবুল আলম, দক্ষিণ জেলা যুব দলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক এড.দিদারুর উসলাম রাজু, ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু, মহানগর যুব দলের সভাপতি মোজাম্মেল হক টুটু, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সভাপতি নাহিদ সালমান ডুনন,ময়মনসিংহ দক্ষিন জেলা ছাত্র দলের সভাপতি মাহবুবুর রহমান রানা প্রমুখ।